মাপণ ভাবনা

ছাইরাছ হেলাল ৩০ জুলাই ২০১৬, শনিবার, ০৪:৫২:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

হুট করে উটকো বাজার থেকে পরিমাপণ যন্তর কিনে আনি
ঝকঝকে চকচকে তকতকে টলটলে, বেজায় দামী;
সকাল বিকেল, বিকেলের সকাল, রাতে, রাতের রাতে,
মাঝ রাতে, শেষের প্রহরে, ভাঙ্গা ঘুম থেকে উঠে পড়ে, মাপি,
মাপতেই থাকি, মাপি আর মাপি,

ব্রহ্মাণ্ডের ওজন নেয়ার কথা ভাবি
হৃদপ্রাণের ওজন নেয়ার তরিকাও ভাবি
ভালোলাগার ভালোবাসা মাপা যায় কীনা ভাবি,
প্রসূতির রক্তজলের একক নিয়েও ভাবি
এটা মাপি, ওটা মাপি, মাপামাপি মাপার কথা ভাবি।

যন্তরটা অন্ধ নাকী!
হেই, পরিমাপণ, আওয়াজ তো দাও,
ক' কেজি বা পাউন্ড হল যন্ত্রণ?

আমোদের প্রমোদ মাপি
আসার যাওয়া মাপি
কম্পিত হৃদদেহ মাপি,
মর্মের পীড়া মাপিনি
চিৎকারের চোখজল মাপতে পারিনি,

কিছু দেখা-অদেখা স্বপন মেপে নেব
কিছু না পাওয়াও মাপার কথা ভাবব;

ধুর,
ভুল করে ভুল দোকান থেকে ভুল দামে ভুল সময়ে ভুলে ভরা বাক্স এনেছি
অসম্ভব সব মাপামাপির কথা ভাবছি, ভেবেছি।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ