মানুষ

আলমগীর সরকার লিটন ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:২০:৫৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-

সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র
নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;
সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে
তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে

নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-
নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার
ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।

১০ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২১
------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ