মাণ সংখ্যা

এস.জেড বাবু ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:০২:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

প্রত্যাখ্যাত স্বপ্নের শহরে
আর নেই কোন শূণ্যস্থান,
আছে অনুভূতিহীন খানিক ব্যাথা;
আছে শূণ্যের, শূণ্যে অবস্থান ॥

কতগুলি শূণ্য একসাথে মিশে
পরিপূর্ণ হয় শূণ্যতা ?
কতগুলি শূণ্যের গুণফলের শেষে
সংখ্যার দেখা পায় তা ?

শূণ্যের পিঠে কতটা শূণ্যে
শূণ্যতা হবে বিলীন ?
কতগুলি শূণ্য ভাগ করে নিলে
শূণ্যটা হবে মলিন ?

লাখো শূণ্যের যোগফলে কভূ
শূণ্য হবে কি পূর্ণ ?
কোটি শূণ্য কেড়ে নিলেও কি
শূণ্যতা হারাবে শূণ্য ?

ভালবাসা !
তেমনি শূণ্য শহরের মোড়ে
জেগে উঠা কোন তোরন,
যে প্রতিক শূণ্যের আগে আর পিছে
শূণ্যতার করে পূরণ ।

না’হয়-
তোমার শূণ্যতার ভীরের আগে
আমি হবো মাণ-সংখ্যা,
সখি, স্বপ্নের খুড়ি ডানা মেলে যদি
পাব কি তোমার দেখা ?

-০-
২২/১১/২০১৮

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ