শব্দের রাজফড়িং ছুঁয়েছি বলেই
এ বিহ্বলতা,
শব্দশব এড়িয়েছি বলেই শব্দাহংকারের
এ ই চঞ্চলতা,
জড়িয়ে বিষাদকালো শব্দছায়া
অপরাজিতার চেয়েও গাঢ় লাল শব্দ-ফুলের
আজন্ম বিষণ্ণতা!!
প্রজাপতির স্বপ্নসাঁতারের হৃদয়গাঙে
উজানের বন্যতা;

বাঁক-বদলেও হয়না থাকা দাগহীন নিরুত্তাপ,
বিবাগী নিঃস্পৃহতায়ও নয়,
শব্দলোলুপতা জেগে থেকে জাগিয়ে রাখে
জীবনের স্বপ্ন-দ্বীপের অভিন্ন সত্তায়, ছেনে-ছুনে;
প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ততায়; উচ্ছ্বাসের ধুন ধরে,
আঁতিপাঁতি করে খুঁজে পাওয়া শব্দের রাজফড়িং
আশংকারগ্রীবা ঘুরিয়ে তাকায়, দেখতে থাকে;

শব্দের আধখোলা চোখ মধ্যাকাশে, দ্যাখে দ্যাখায়,
ঝর্না-জলের স্ফুরণে চিরবসন্তের সবুজ নরম শ্যাওলা,
নিসর্গ দু-ফাঁক করে উসখুস করে, যাব কী যাব না,
সুখ-সখ্য-বিরাম-আরাম বা জখম–বেদনা –সুখ,
এটা-ওটা,
নিখুঁত হৃদয়ের তৃণভূমি!!
সহসা পৃথিবীর গভীর থেকে উঠে আসা বন্য কৃষাণ
আমাকেই দেয় পথরেখা;

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ