ভাঙ্গাঘুম নষ্টমাথা

ছাইরাছ হেলাল ২৫ ডিসেম্বর ২০১৬, রবিবার, ০৯:৪৭:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

শীতঘুম ভেঙ্গে গেল খুটকরা শব্দে,
রাত তিনটে! কে, কে ওখানে?
উহ, ঘুমুতে দেবেনা দেখছি, আবার এসেছো?
কী চাও? জানিতে বলবে, কিছু না এমনি আসিতো!
ভাঙ্গাবে ঘুম শব্দ শব্দে!! না, তেমন ইচ্ছে ছিল না?
ওহ! দেখতে দিয়ে কপাল ঠুকে গেছে?
তা এত্ত দেখার কী আছে, আলোজ্বলা রাতে?
আলোতে ঘুমোই বলে খুব সুবিধে, তাইনা?
অবশ্য তোমাদের তো আলোয়-আধার চাই ই না!!
শ্মশানে ভাঁজা-পোড়ার গন্ধ নিতে এসে ভাবলে এদিকটায়ও
দিই ঢু সামান্য একটুখানি?
বিকেলেই তো ইটখোলার চুল্লির পাশটায় সময় কাটালে!!
মায়াময় আণ্ডাবাচ্চা সহ!!
তা বেশ করেছো, এবার ভাগ, ঘুমুতে দাও;
কী বললে? এই এখন তোমার সাথে শ্মশান ঘাটে গিয়ে একটু হাওয়া খাব?
বাহ্‌ বাহ্‌, ডাইনিদেরও নষ্টমাথা হয় দেখছি!! অবশ্য মাথা থাকলে তো!!

দেখি দেখি, কপালের আলুটা কত্ত বড় হলো?

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ