ব্যথাতুর ভাবনা

বোরহানুল ইসলাম লিটন ২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৮:৩৩:১০পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

নিভে গেলে প্রাণ,
তবু কি গাইবে স্মৃতি এ চলনে গান?
ভাবতেই মন কাঁদে হারায়ে সোপান!

সেই যে পথের ধারে পাকুড়ের শ্বাস!
ক্ষণিকও করেনি কারো স্বপ্ন বিনাশ।
নিজেরে তুচ্ছ করি
সয়ে শত বিভাবরী
জীবনই করলো শেষে পরহিতে দান!
ক’দিনই বা হলো গত, আছে কি সে তান?

বহু তো সুজন ছিল প্রবাহের ধারে,
কেউ গেছে উঁকি দিয়ে কেউ চুপিসারে।
কিচ্ছা পুঁথির সুর
আজ কি তা সুমধুর,
ডাকের বাক্স যদি ভুলেছে জবান?
তবে কি হারাবে মোর ভীরু এ লোবান?

ভাবতেই মন কাঁদে হারায়ে সোপান!

ছবিঃ সোলেনা গ্যালারী থেকে।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ