বৃষ্টি কাব্য : ২

আরজু মুক্তা ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০১:১৩:২৯পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

( ১)

বর্ষাকে চিঠি লিখেছে মেঘ,
তুমি এলেই ভালো
চোখের কোণে জমানো জল
কেউ দেখে না।
স্মৃতি শুধু তাড়া করে
সকাল বিকেল।

( ২)

সেদিন ছিলো,
মেঘে মেঘে বন্ধুত্বতা
আজ সেখানে
গহীন শূন্যতা।

( ৩)

যদি মনে পড়ে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও।

(৪)

মেঘলা দিনে তোমায় চাই
ভালোবেসে ভালোবাসায়
বৃষ্টি হয়ে কাঁদার ছলে
তোমায় জড়াতে চাই।

(৫)

ইচ্ছে আমার মেঘলা দিন
কালো মেঘের ঢেউ
বৃষ্টি হলে,
ছুঁয়ে দিতো কেউ।

(৬)

আমাকে মনে পড়লে
জানালায় এসো
হাত বাড়িয়ে ছোঁব
বৃষ্টির ফোটা হয়ে।

(৭)

বৃষ্টি এলেই
কবিরা
কবিতা খেয়ে বাঁচে।

(৮)

ইস!  কতোদিন পর দেখা হলো
চলো, ঝগড়া করি নতুন করে
দিলাম দুহাত ; ফেরাতে নয়
চলো, ভিজি আজ বৃষ্টিতে।

 

 

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ