বৃত্তের নির্বাণ

আগুন রঙের শিমুল ১৮ জুলাই ২০১৪, শুক্রবার, ০২:১৩:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

একে দেই শুন্যের গায়ে , সাবলীল সরল রেখা

মেখে দেই পার্থিব সুখস্বপ্নের গায়েও অলোকনন্দা জল।

রেখে দেই তোর সিথানে সোনার কাঠির স্বপন জাদু

পৈথানে তোর রূপার কাঠি মুগ্ধ আলোয় বিলীন সময়।

ভোমরার খোজে কাটাচ্ছি এই পুরোটা ক্ষণ,পল অনুপল।

একে দেই বিন্দু আমি শুন্যের ভেতর, বৃত্তের কেন্দ্র তুই

ঈশ্বরও অনাহুত সেই বৃত্তে আমার, আমি বৃত্তের পরিধি

সে বৃত্তে কেউ নেই আর , তুই আর আমি 

সারাক্ষণ খুনসুটি , ভালোবাসাবাসি, উষ্ণ আদরে গলে যাওয়া নিরবধি।

 

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ