বুমেরাং

নীলাঞ্জনা নীলা ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ০৯:২০:৫৪পূর্বাহ্ন কবিতা ৪৭ মন্তব্য

 

জয়তু জয়-পরাজয়
জয়তু জয়-পরাজয়

দাবার চালে আজন্মই মাত!
চতুরাঙ্গিকে বেশ সাজানো-গোছানো পরিপাটি সংসার
সূক্ষ্ণ কৌশলে বুনে চলা নক্সী আঁকা পরিবার তোমার।
তুমি,
বেশ নিপুণ কারিগর।
আর আমার বোকাই আবেগ ঝোলে
পলেস্তারা ওঠানো হৃদয়ের দেয়ালে।
হেরে যেতে যেতে,
ডুবে যেতে যেতে,
তলানিতে এসে দেখি উঁই পোকার ভগ্নাস্তূপ।
ডুব-সাঁতার জানিনা আমি, শিখিনি কলা-কৌশল
তাই বেশ খেলে নিচ্ছো।
ব্যাপার না খেলো যতো ইচ্ছে,
আরোও সামনে এগিয়ে যাও খেলোয়াড়---
কিন্তু জানো তো,
পরাজিতরাও একদিন জয়ী হয়?

হ্যামিল্টন, কানাডা
৬ আগষ্ট, ২০১৫ ইং।

**বয়স বাড়ে যতো, তার দ্বিগুণ বাড়ে আবেগ। তাই পারিনা আটকে রাখতে, কোনদিন এই কবিতাই আমায় মেরে ফেলবে।  :=

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ