বিষণ্ণ হয়োনা

সালমা আক্তার মনি ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৯:৪১:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৯ মন্তব্য

প্রিয়মুখ বিষণ্ণ হয়োনা,
তুমি বিষণ্ণ হলে আধাঁরে ছেঁয়ে যায় আকাশ।
দূর্বাঘাষ,ঘাষফুল গুলো ম্লান হয়।
আর আমি রৌদ্রহীনতায় ভুগি
যেন সহস্র বছরের কফিনে থাকা লাশ।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ