তুমি এবং জীবন

সালমা আক্তার মনি ২০ মে ২০১৯, সোমবার, ০৫:১৫:২৩অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

এই নাও,
আমার হাত খানা তোমাকে দিলাম
একবার প্রেম জেনে ছুঁয়ে দিতে পার,
একবার ছুঁয়ে দিলেই, এই পাংশুটে জীবন থেকে-
স্বেচ্ছায় নির্বাসন নেবো মৃত্যু উপত্যকায়।

এখানে জীবন বড় আঁশটে গন্ধ মাখা।
বড় এক ঘেয়ে আর আটপৌঢ়ে জীবন।
কোথাও এক চিলতে খোলা আকাশ নেই।
বৃক্ষরা বিবর্ণ আর কষ্টে ফোটা ফুল গুলো রঙহীন!

এখানে সূর্যের হাসি নেই ,পাখিরাও গান ভুলে গেছে
এখানে নদীতে জীবন থমকে আছে -

শ্যাওলা জমা পুরোনো নৌকার মত!
পানকৌড়ি মাছরাঙাও পালিয়েছে জীবনের খোঁজে!
এখানে সন্ধ্যা হয় তারাহীন রাতের গভীরে!
বিমর্ষ চাঁদে জ্যোৎস্নার ফুল ফোটেনা বহুদিন!

তুমিই বলো ,এমন প্রাণহীন জীবনের মূল্য কতটুকু?
কি আশ্চর্য
একমাত্র তুমি ছাড়া বাঙময় জীবন দেখিনা একটাও
শেষ পর্যন্ত এই তবে সাব্যস্ত হলো
একবার ছুঁয়ে দাও তুমি
ঈশ্বর সাক্ষী, তুমি ছুঁয়ে দিলে অমরত্ব পাবো।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ