কি অদ্ভূত লাগে আমার তোমাকে -
তোমার এই নির্মোক নিস্পৃহ চলে যাওয়া,
কোথাকার ক্লান্তি কোন জলে ডুবিয়েছ
কেমন করে নিমিষেই অতিক্রম করে ফেলো
নিকট বর্তমান, দুর ভবিষ্যৎ ; অনতিক্রম্য অতীত
কেমন করে খুলে ফেলো কাঁপনলাগা ডানা?

কেমন অদ্ভূত লাগে ভাবতেই -
কেমন করে অতিক্রম করলে, নিজের ছায়া
এতো রাগ, ঘেন্না কোথায় রাখো বলতো -
বুকে বুক মিলিয়েও হয়নি তা জানা।

আজ তবে জানিয়েই দেই,
হৃদপিঞ্জর শুন্য পরে আছে বাসনারা মৃত
এর নাম বেচেঁ থাকা ; এর নাম বয়ে নিয়ে চলা
সেইপথ ধরে, রাঙা ধুলোর যে পথে তুমি গিয়েছ তেপান্তর।

সত্যিই ছেড়ে গেলে ; যাও তবে,
আমি এবার পুর্ন পানপাত্র উচিয়ে বৃষ্টিদিনে
চিরন্তন বিরহের সাস্থ্য পান করে,
দিগ্বিজয়ে বেরিয়ে পরবো।
যেদিন গৃহত্যাগী জোছনায় ভেসে যাবে চরাচর।

কি অদ্ভূত লাগে আমার তোমাকে -
কিযে অদ্ভূত লাগে আমার আমাকেই।

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ