বিভীষিকা

আলমগীর সরকার লিটন ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১১:৪৯:২৪পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়!
রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা
তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর
স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময়
আতঙ্কিত সোনালি ভোরের ফুলেল শোভা!

অথচ সুবাসে যত সব কিচ্ছা কাহিনী দুধের সরে ঢেউ
অবসান শুধু মাটির ঘ্রাণ ভরা মৃত্যুর বার্তা;
কাঁদবে কি আর? যমুনা বাঙালি করতোয়া ইছামতি!
দেশ দুষমন ইচ্ছাগুলো উড়ে না আর বিভীষিকা-
হয়ে যায় বুঝি বন্যা সমগ্র লাল সবুজের পতাকা।

২৬ অগ্রহায়ণ ১৪২৮, ১১ ডিসেম্বর ২১

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ