বিপন্ন কৃষক

ছাইরাছ হেলাল ১ জুলাই ২০১৬, শুক্রবার, ০১:৩২:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

নিজের জমি নেই, ছিলও না কোন কালে,
নিষ্কণ্টক অনাবাদী ছাপোষা গেঁয়ো কৃষক;

ছয়-ছোট্ট একটুকরো বুনো জমির রাতভর স্বপ্ন দেখে
নিবিড় অনাবাদী জমিতে সঘন বীজ পুতে
ফুল-ফলের স্বপ্ন মাখে,
ভালোবাসার যত্ন নেয় চাষের গভীরে,
চকচকে ফলার মনযোগী চাষী, উর্বরতায় সিক্ত জমিটি চষে
সকাল-দুপুর-সন্ধ্যা, শেষরাত অব্দি,
উঠবে সোনার ফসল আঁটি আঁটি;

অকস্মাৎ পর্যুদস্ত স্বপ্নচাষী, খুনির তীক্ষ্ণ ভোজালিতে;
চৌদিকে পোড়ো জমি, শস্যরিক্ত মাঠ, শূন্য দৃষ্টির বিপন্ন চাষা,
বিধুর ভুবন, ভোঁতা বর্ষায় শূন্য গোলাঘর, নিরন্তর উপোস,

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ