বিধাতার চোখ

ছাইরাছ হেলাল ২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৯:২৭:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

বিধাতা ডাকেন নিজ মহিমায়
প্রশান্ত আত্মাদের, ফিরে আসতে তাঁর কাছে
সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট করো (তাঁকে),
অনিষ্পন্ন-নিস্তব্ধ-নিস্পন্দ-নিরন্ন মন-শরীর
তীব্রতর অসন্তুষ্টিতে ঠাসা;
কী করে সন্তুষ্ট হই/করি!হে ক্ষমাকারী!

ঈশানে কালো মেঘের ঘনঘটা
মুহুর্মুহু বজ্র-বিদ্যুতের চমক
ক্ষীণ মন-পায়ে কী করে পেড়িয়ে যাব
হে ক্ষমাশীল, এই অবেলায়!

নিশ্চুপ-আলো-ভাবনায় কেটে যায় অজস্র বিনিদ্রতা,
তবুও জেগে উঠে জেগেই থাকি
মন্দের ভুলগুলো তুলে রাখি,
চিলে কোঠার শত গোপন কুঠুরিতে
একবার বিধাতা যদি চোখে চোখ রাখেন;
ক্ষমা-পরবশ, হে পরশপাথর;

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ