বাবা

স্বপ্ন নীলা ৮ আগস্ট ২০১৪, শুক্রবার, ১২:৩৯:৪৩অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

বাবা!
কষ্ট নেবে একটুখানি ! যেমন তুমি নিতে সদা
মাথায় তুমি হাত বুলিয়ে, একটুখানি হাসি দিয়ে
কষ্ট দিতে পার করে ঐ দূর আকাশের প্রান্ত ছুঁয়ে !!

বাবা!
সাহস দাও না একটুখানি, যেমন তুমি দিতে সদা
সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে বলতে তুমি দিবানিশি
অসৎ চিন্তা ত্যাগ করে সৎ সঙ্গে যেন মিশি !!

বাবা!
দাও না একটু প্রেরণা, যেমন তুমি দিতে সদা
‘ডু অর ডাই’ বলে তুমি- তাকাতে ঐ গম্ভীর চোখে
কাজ করতাম জোরসে জোরে, বলতো ভাল সব লোকে!!

বাবা!
সবাই আমায় ভরসা করে, চাওয়া তাদের অনেক বেশি
বলতে তুমি চাওয়াটা কমটি হবে, কাজ-পড়ায় মনটি দাও
নিজকে গড়-অপরকে গড়, গরীবের প্রতি একটু চাও !!

বাবা !!
কত্ত বছর হলো বাবা, এবার তুমি ফিরে আস
এত্ত কষ্ট জমে আছে, বুকের মাঝে ভারটি হয়ে
আসলে তুমি সবই বলবো ! আসবে তুমি ছুটি নিয়ে !!

(বাবা !! খুবই মনে পড়ে তোমাকে !! তোমাকে মনে পড়লেই চোখের জলের ঝর্ণা বয়ে যায়- কেন তুমি না ফেরার দেশে চলে গেলে !!!)

উৎসর্গ : বিশ্বের সকল বাবাকে

লাইলী আরজুমান খানম (লায়লা) , ৮ আগস্ট,২০১৪

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ