#১

রোদ্দুর নিভে যাওয়া শীতলতা নিয়ে
অন্ধবৃত্তে ঘুরে মরা মিছে ,
দেয়ালে ঠিকারায় আলো
বাতাসের হাহাকার
..................দেয়াল নির্বিকার।

#২

মৃত শালিকের গায়ে রোদ্দুর একা বুলায়ে দেয় মায়ার পরশ -
তার নিথর ডানায় জাগেনা কাঁপন আর উষ্ণতা মেখেও।
তার ইচ্ছে অনিচ্ছে, সাধ আহ্লাদেরা বিগত সময়ের স্মৃতি কেবলই।

মরে গেলে সব শেষ, কিচ্ছু থাকেনা বাকি।
বেচেঁ থাকো, বাচিয়ে রাখো ; হারিয়ে যেওনা।

#৩

উদাসী,
দিশাহীন অন্ধ বাউল
খুঁজে মরে ঠিকানা কোন পথের
একতারার আনমনা টুং টাং শব্দে।
মুচড়ে ওঠা বুকের ভেতর,
কতটা তরল আগুনে নির্বাণ ঘটে
অহল্যা মুরতি বিষাদের।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ