বাউড়ি বাতাসে বাওয়াল ভাবনা ৬

আগুন রঙের শিমুল ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১২:৩৭:২১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
  • শহরবন্দী মেঘে তুমুল বৃষ্টি নামুক -
    ধুয়ে নিয়ে যাক এই অছ্যুৎ পরবাস,
    আর কতকাল সয়ে যাবো এই
    একলা বিনিদ্র রাত নির্ঘুম এপাশ ওপাশ।
  • শহরে যেদিন আকাশ আধাঁর বৃষ্টি নামে -
    সেদিনও আমি খুব একাকী,
    তবুও মাঝরাতে বৃষ্টি এলে, তোমাকে ভেবেই
    নির্জন পথের পাশে হঠাৎ থামি -
    শুন্যে মেঘের খুব তোরজোড় যেদিনটাতে
    সেদিনও সেই একলাই থাকি, পুরোটা আমি।

    আধো ঘুমঘোরে তোমার ছোঁয়া খুজি -
    এই নগরে মাঝরাত্তিরে অ-সুখী একাই বুঝি।

  • এইখানে আর বৃষ্টি হয়না -
    বুকের ভেতর অবরুদ্ধ নদী,
    বিনিদ্র রাত্তির হতো বকুলগন্ধা
    শেকড়বিহীন এই শহরে,
    শুধু তুমি থাকতে যদি।
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ