বাংলা আমার মা

হৃদয়ের স্পন্দন ২৮ ডিসেম্বর ২০১৪, রবিবার, ০৮:১৫:৫৩অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

মরণের ভয় যদি করো,
যদি না বাসো তুমি মাতৃভূমি ভালো,
হে কাপুরুষ তুমি অন্ধ,
মিথ্যে নয়নের আলো।

অবিরাম সবুজ সুন্দর এ বাংলার
গাছ-গাছালী মাথা উঁচিয়ে বাঁচে
পাখি মধুময় কন্ঠে গান গায়।
এই বাংলা যদি না লাগে ভালো,
ওহে রমনী অন্ধ তুমি মিথ্যে নয়নের আলো।

শেখ মুজিবের সোনার বাংলায়,
জিয়ার ধানের শিশ,
মাথা উচিয়ে গর্বে বাঁচে স্বাধীন বাংলার বীর।
ওহে মানুষ যদি না লাগে এই বাংলা ভালো,
জারজের বংশ তুমি সোনার বাংলা ছাড়ো।

ধর্ম বেচেঁ এদেশেতে থাকার অধিকার নাই,
ওহে ভিনদেশী দালালের দল সোনার বাংলা ছাড়।
মোরা জাহানারা ইমামের স্বপ্নে মেশা সোনার সন্তান,
মোরা বিদ্রোহী নজরুলের দীপ্ত কন্ঠের স্বাধীনতার গান।
মোরা জীবনানন্দের জীবন আনন্দ মাতৃভূমির টান,
মোরা সুকান্তের রক্তের বাহক, স্বাধীন বাংলায়, বাংলার সন্তান।

আমি সালাম, রফিক, জব্বারের ভাই,
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আদর্শ বুকে তাই।
বঙ্গবীর কাদের সিদ্দিকী এ বাংলার সন্তান,
ভয় নেই স্বাধিনতা রক্ষায় মোরা বাংলা মায়ের দামাল সন্তান।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ