বসন্ত বন্দনা

তৌহিদুল ইসলাম ৩১ মার্চ ২০১৯, রবিবার, ১১:০৬:২৯অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

পত্র-পল্লবে শুনি মৃদু ঝরমর
বসন্ত বেলা বয়ে যায় যে,
প্রভাতে মেলে আঁখি মনে শুধু কুহু ডাকি
প্রস্থানে বুঝি কভু
আর নাহি ডাকো যে।

পথিক হেঁড়িয়া ভাবে
এই বুঝি এলো তবে,
কৃষ্ণকলিরও বাঁশি কানে লাগে সুধা যে।
তাই দেখে রাধা হাসে
মনে বলে এসো পাশে
বসন্ত বেলা তব এই বুঝি গেল রে!

মন শুধু আনচান
ওষ্ঠাগত এ প্রাণ,
কিছুই না লাগে প্রাণে আর সুধা যে।
ভ্রমরের গুঞ্জন কোকিলের কুহুতান
গোধূলির আলোতে বুঝি
কালিমারা নামে রে।

পথিক হৃদয় ভাবে করিনিতো সিঞ্চন
তাই বুঝি শুনি এই মর্মর ধ্বনি,
কৃষ্ণ হয়েও আমি পরাহত ভগবান
থাকিতে রাধারও পা কি করে না চুমি?

(আমার অ-কবিতা)

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ