বল তো ভোলা!

বোরহানুল ইসলাম লিটন ২৬ মে ২০২২, বৃহস্পতিবার, ০৬:৩৭:৩৬পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

বাকুম বাকুম ডাক শুনে তুই
দৃষ্টি ছুঁড়ে আবডালে,
হস্ত রেখে ডান গালে,
বল তো ভোলা ক্যান ভাবিস আজ
কাল কি আছে কার ভালে?

ফুটবে যে তার অপেক্ষাতে
চিত্ত হলেও কোণঠাসা,
সুবাস পেতে বেশ খাসা,
জানিস নে রোজ সবাই সঁপে
কলির সারে প্রত্যাশা?

নাড়লি শুনেই দন্তমূল!
ভাব তো টেনে পক্ক চুল!

হয় যে কুসুম পাপড়ি হারা
হোক সে কুলে খানদানী,
তার তরে কেউ সখ্য যাচে
কিংবা কিনে ফুলদানী?

বৃষ্টি যতোই ছড়াক তান,
সখ করে হোক আষাঢ় বিনে
ব্যাঙ কি সাধে অর্গান?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ