"বন্ধুত্ব"

হাজার মানুষের ভীড়ে কিছু মানুষ খুব আপন হয় তার মধ্যে কেউ একজন নিজ গুনে হৃদয়ে একটা বিশেষ জায়গা দখল করে নেয়।
সে মানুষটা একটা সময় পরিবারের একজনে রুপান্তরিত হয় আর সে হচ্ছে বন্ধু।

বন্ধু শব্দটার নির্দিষ্ট কোন ব্যাখ্যা হয় না, এর অর্থ ব্যাপক ও বিস্তৃত।আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর ও সুন্দর সম্পর্ক হচ্ছে বন্ধু।কারণ কারো বন্ধু হওয়া যতটা সহজ তা ধরে রাখা ঠিক ততটা কঠিন।

আপনি কখনো কাউকে বলবেন না, তুমি আমার মনের মতো বন্ধু হও। বরং আপনি সব সময় চেষ্টা করবেন তার মনের মতো বন্ধু হতে।

দেখবেন সম্পর্কটা কত মধুর হয়ে গেছে। আটকে রাখার নাম বন্ধুত্ব নয় ববং ছেড়ে দিবার নাম বন্ধুত্ব।

যে কোন সম্পর্কে ভালোবাসা-রাগ, মান-অভিমান, অভিযোগ,সুখ-দুঃখ, হাসি-কান্না, ঘৃণা -কস্ট, আনন্দ-বেদনা, হিংসা, বিশ্বাস-অবিশ্বাস,সম্মান-অসম্মান,স্নেহ- শ্রদ্ধাবোধ, সব থাকবে। আর সব কিছু পিচনে পেলে, সব ভুলে যে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে চলে সেটা হলো সত্যিকারের বন্ধু।

আমার কাছে বন্ধু মানে একটা আত্নার দুটি মানুষ।

তাই চেষ্টা করবেন একজনের মানুষের খুব ভালো বন্ধু হতে। যাতে  সময়ের কারণে একদিন তার জীবন থেকে আপনি হারিয়ে গেলেও সে আপনার বন্ধুত্বটা সারাজীবন মনে রাখে।

প্রথম লেখাঃ০৪-০৫-২০১৮ইং।

আলিফ

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ