ফেরারী স্বপ্ন

সুপর্ণা ফাল্গুনী ২৭ মে ২০২১, বৃহস্পতিবার, ০৫:০০:০২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

ব্যস্ত শহর! ঠাস বুনোটের ভীড়ে স্বপ্ন খুঁজে ফেরা এই আমি;
জন্মান্ধ বিকেলটা আমায় করে স্মৃতিকাতর,
একাকী নির্জনে হারিয়ে যেতে মন চায় শঙ্খচিলের ডানায়।
ঘাসফড়িংয়ে সবুজের পতাকা ঢেকে দেয় আজন্ম কুসংস্কার;
বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে পাপ-পূণ্য;
মনের কেনাবেচায় আটপৌরে কথোপকথন কয়েদখানায় বন্দী।
স্বপ্নবিলাসী আমি পথ খুঁজে ফিরি অচেনা আঁধার-সজ্জায়;
বাতিঘর হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে প্রাচীন জ্যোৎস্না-স্নাত চন্দ্রক।
হেম-পেয়ালায় চুমুক দিয়ে আসঙ্গ খুঁজে ফেরা এই আমি;
মিথ্যা বাসনায় পথ-হারা পথিক- তন্ন তন্ন করে নীলপদ্ম খুঁজে ফিরি মনের আকন্ঠ অমৃত সুধায়।
ঝরা-পাতায় বিচ্ছেদের অনল দহনে অভিলাষী অন্তরিন্দ্রিয়;
মেঠোপথ ধরে লাশের মিছিল অজ্ঞাতনামার পোস্টাল কোডে।

ছবি-গুগল

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ