পড়ি ধারাপাত

হালিম নজরুল ৩ জুলাই ২০২০, শুক্রবার, ০৭:৫৪:২৮পূর্বাহ্ন ছড়া ২৪ মন্তব্য

 

আজব এক খেলা এলো কবিদের ঘরে
ফেসবুকে আজ তাই লেখা থরে থরে।
আমি কাঁচা খেলোয়াড় খেলি না তো ভালো
বিজলীর নীচে যেন হারিকেনের আলো।

ফুটবল পায়ে পায়ে খেলে দলবল
আমি শুধু খুঁজে ফিরি কেটে পড়া ছল।
উতসবে মাতে সবে "গোল-গোল-গোল"
আমি শুধু সুর মিলে বলি "হরিবোল"।

ব্যাটহাতে টিকে থাকি, কাটে না তো ঘোর,
রানের খাতায় ওঠে এক দুই জোর।
বলখানা হাতে নিলে
ছক্কা ও চার মিলে
ব্যাটসম্যান পেয়ে যায় শতরান 'মোর'
এমন পিটুনি খাই আমি যেন চোর !

সব্বাই জিতে যায়,আমি কুপোকাত,
তবু চোখে স্বপ্নরা আসে দিনরাত।
এই চলি  এই থামি
অংকে-হিসাবে নামি
স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
"একদিন জিতবই" পড়ি ধারাপাত।

-------------------0 0-------------------

***(ছবি: সোনেলা থেকে ধার করা)***

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ