প্রেয়সী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ০১:২৬:২১অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

এই তো দেখছি সেই দুটি চোখ 

যেথায় লেগে আছে
আমার দেওয়া আইভ্রোর আঁকুন
এই তো সেই দুটি ঠোঁট
যেথায় লেগে আছে
আমার দেওয়া লিপস্টিক
এই তো সেই দুটি হাত
যেথায় পড়ে আছে
আমার দেওয়া বালা আংটি
এই তো সেই চুল গুলো
যেথায় লেগে আছে
আমার দেওয়া সেই খোপা আর ক্লিপ
এই তো সেই দুটি পা
যেথায় পড়ে আছে
আমার দেওয়া সেই একজোড়া নুপুর ।
আমার দেওয়া সেই  স্মৃতি বিস্মৃতি গুলো
তোমার কাছে সব আছে
কিন্তু আমার কথা নেই তোমার মনে
সেই দিন পার্কে দেখলাম তোমাকে অন্য সাথীর সাথে
আমার দেওয়া সব আছে
কিন্তু আমি নেই শুধু তোমার পাশে
দূর থেকে একনজরে তোমায় দেখলাম
ওহে প্রাণের চেয়ে প্রেয়সী
ভালো থেকো প্রেয়সী আমার সারাজনম
এই প্রার্থনা রইলো তোমার জন্য ।
রচনাকালঃ
২০/১১/২০২০

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ