প্রেমে পড়ার সারমর্ম

মুহম্মদ মাসুদ ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:৫১:৪৫অপরাহ্ন গল্প ১৯ মন্তব্য

ও নিজেও কবিতা লিখতে শুরু করলো - "ভালোবাসাবাসি"

এসো ভালোবাসি দুজনে,
স্বপ্নে হাঁটি গগনে।
চলো স্বপ্ন বুনি,
হাজার হাজার গোলাপ গুনি।
এসো গান গাই,
দক্ষিণা হাওয়ায় বেড়ায়।
চলো হাঁটি প্রেম বাগানে,
যেখানে তুমি আমি দু'জনে "
এসো কবিতা লিখি,
প্রেমের শত শত কায়দা শিখি।
চলো চিরকুট পড়ি,
অজানা উদ্দেশ্যে দেয় পাড়ি।
এসো ঘর বাঁধি,
দুজনে মিলে সম্পর্ক রাধি।
চলো মিষ্টি হাসি,
দুজনে দুজনে ভালোবাসাবাসি।

কবিতাটি পড়েই বুঝতে আর দেরি হলো না। ও প্রেমে পড়েছে। সত্যি! আমি শুধু ওকে ভেবে ভেবে মিষ্টি হেঁসেছি। ওর দিকে চেয়ে থাকতেও বেশ মজা লাগতো। ওর আনমনে বসে কবিতা লেখা , মাঝেমধ্যে ছবি আঁকা, বাহারি রঙের কথা বলা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি ওর আকাশী-নীল চোখের মাঝে তাকালেই প্রেমে পড়ার সারমর্মটা বুঝে যেতাম। ওর চাহনিতে প্রিয়তমার ছবি ভেসে উঠতো। লুকিয়ে লুকিয়ে প্রিয় মানুষটির ছদ্মনাম ব্যবহার করে কথা বলার দৃশ্যটা মন ছুঁয়ে যেতো। ওর চোখের কোণের সাথে যখন চোখাচোখি আঁকিবুঁকি হতো, সত্যি! ও খুবই লজ্জা - শরমে মুচকি মুচকি হাসতো।

ও আরেকটি কবিতা লিখে ফেললো।
---(প্রেমী)---
প্রিয়তমা,
তোমাতে মগ্ন আমি, তোমাতে পাগলপারা।
তোমাতে অন্ধ আমি, তুমি হীন ছন্নছাড়া।
প্রিয়তমা,
তোমাতে ডুবি আমি, তোমাতে ডুবে ভাসি।
তোমাতে হাসি আমি, তোমাতে জাগি নিশি।
প্রিয়তমা,
তোমাতে আবদ্ধ আমি, তোমাতে ফ্রেমে বন্দী।
তোমাতে বাধ্য আমি, তোমাতে নিত্য সন্ধি।
প্রিয়তমা,
তোমাতে রিক্ত আমি, তোমাতে গৃহ ত্যাগী।
তোমাতে অকপট আমি, তোমাতে ভীষণ রাগী।
প্রিয়তমা,
তোমাতে ভক্ত আমি, তোমাতে নিথর ভন্ডামী।
তোমাতে দূরবাসী আমি, তোমাতে পাগল প্রেমি।

সত্যি! ভাবতেই শরীরের ভেতর অশরীরী আত্মা এসে ভর করে। এতো সুন্দর শব্দগুলো ও কোত্থেকে ধার করে নিয়ে আসে। নাকি প্রেমে পড়ার সারমর্মের কিছু নতুন সংযোজন। হয়তো তাই হবে। নইলে কি করে শব্দগুলো এতো জব্দ হয়ে কবিতায় বন্দী হয়ে থাকতে পারে? কি করে গুপ্ত থাকা সুপ্ত ভাবনা ঠোঁটের ডগায় এসে কবিতার পৃষ্ঠায় ভিড় করে? সত্যি! দিন যতই যাচ্ছে ওর প্রতি আমার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে।
ওর সাথে আমার বন্ধুত্ব সেই আম কুড়ানো থেকে। নদী বিলে পুকুরে হৈ-হুল্লোড় করে মাছ ধরা থেকে। বরশীর ছিপে ভাত দিয়ে পুঁটি টেংরা মাছ ধরা কিংবা দূর আকাশে প্রাথমিকের বইয়ের পাতা ছিড়ে ঘুড়ি উড়ানো, ডাংগুলি, গোল্লাছুট আর মোড়াক যুদ্ধ থেকে। সেকি সোনালী দিন! সোনালী রোদ্দুর! প্রানবন্ত শৈশব, উড়ন্ত কৈশোর।
শৈশব কৈশোর নিয়েও ও একটি কবিতা লিখেছে-
-(শৈশব কৈশোর)-

সবে তো মাত্র শৈশবে কৈশোর আছে হাতে।
রাত্রি জেগে চাঁদ-তারা দেখা উঠান আঙিনাতে।
খাঁ খাঁ রোদ্দুরে হাটাহাটি আপনা-আপনি ঘোরাফেরা।
মাঠে মাঠে ঘুরেফিরে ঘাস ফড়িং আর ঝিঁঝিঁ পোকা ধরা।

সকাল দুপুর বিকেলে উড়াই নাটাই ঘুড়ি।
মাঝ নদীতে অকারণেই দলবেঁধে ঢেল ছুড়ি।
নারিকেলের ডাগর দিয়ে ঠেলা গাড়ি বানাই।
পাখির বাসা খুঁজে খুঁজে অকারণেই হারায়।

পিছুপিছু দৌড়াদৌড়ি গরুর বাছুর কিংবা ছাগল ছানা।
গাছে গাছে ঢিল ছোড়া সারাদিন একটানা।
বকুনি পিটুনি আদুরে গালিতে দূর দূরে থাকি।
ভয়ে ভয়ে প্রিয় মাকে আমতাআমতা ডাকি।

যেনতেন বিষয়ে নিয়ে মারামারি কাড়াকাড়ি।
ঝগড়া ঝামেলায় একটু হলেই সহপাঠীর বই ছিঁড়ি।
কিছুক্ষণ পর মিল ইই আবার চকলেটের লোভে।
ঝগড়াঝাটি মানঅভিমান ভুলে ভাগাভাগি সমানভাবে।

ডাংগুলি গোল্লাছুটে হৈ-হুল্লোড় হইহট্টগোলে মাতি।
কলা গাছের ঘর বানিয়ে বিলাই চড়ুইভাতি।
নৌকা নিয়ে বাইচ খেলা নদীতে দেই ঝাপ।
পুঁটি মাছে বক শিকার ওরে বাপরে বাপ।

চাঁদের বুড়ীর সুতো তোলার শুনতাম সেই গল্প।
দাদা-দাদি নাতির কাছে বলতো কি আর অল্প।
সন্ধ্যে রাতে ভাসতাম গল্পে দাদা-দাদির কাছে।
জ্বীন-পরী ভূত রাক্ষস খোক্কশ আরও যত আছে।

ভয়ে ভয়ে ঘুমিয়ে যেতাম সকাল হলেই ঠুস।
অতশত গল্প ভুলে ফিরে পেতাম হুঁশ।
বানিয়ে বানিয়ে গল্প বলা ছিলো ছদ্মবেশ।
স্মৃতি গুলো মনে পরলেই দেখি বয়স শেষ।

(১ম অংশ)
চলবে..

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ