প্রত্ন নদীর খোঁজে

ছাইরাছ হেলাল ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৬:৫৬:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

কথার নূপুর চেনা পাখির ঠোঁটে
স্বপ্ন-ঘুমে স্বপ্ন অটুট;
ডানা-মেলা ঐ দিগন্তের নীলাচল
স্বপ্ন ব্যঞ্জনের মৃত্যুহীন দোলাচল,
আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা;

চৌকাঠ না পেরোনো হৃদয়ের ডানায় নূতন পালক,
শিরশিরে হাওয়ায় সলাজ সাধ, ডানা মেলার,
ধ্রুপদী অস্পষ্টতায়;
দারুণ ঔদাস্যে চোখ পাতে খটখটে কাক-ভেজা দুপুর,
মেঘেদের ভাঁজে ভাঁজে নীলাকাশ, সেখানেও রেশমি ফাঁস!
তবুও জেগে থাকে সাধ, সাধ্যের অতীতে!
খুঁজে পেতে হবে প্রত্ননদী, ধ্রুবসত্যের মত।
ভেসে বেড়ায় সুরের মূর্ছনা
ডানা-মেলা স্বপনের খড়কুটোর আহ্লাদী ঠোঁটে,

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ