প্রকৃতির নৈবেদ্য

সুপর্ণা ফাল্গুনী ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৩:০৫:৩৮অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,
তুমি তাকে বরণ করো;
নতুন সকাল তোমায় যোজন যোজন আলোকবর্ষে বেঁধেছে,
তোমার গন্তব্যে সেই পথে হেঁটে যাও;
উর্বরা রোহিনী তোমার বক্ষ-ভূমে
নৈঃশব্দ্যের নৈবেদ্য ছড়ায়;
জ্বাজল্যমান আলোকজলের ধারা-
আপোষহীন আলিঙ্গনে ছুঁয়ে যাও।

নবদিগন্তের মেলবন্ধনে ইন্দ্রধনু হেসেছে রঙের হোলিতে;
সপ্তবর্ণে সোনার অঙ্গ প্রেমাস্পর্শে মেখে নাও।
মৃত্তিকার রূপ-রস-গন্ধে নবান্নের আহ্বান;
সোনার ফসলে উপোস-রহিত করো।
কুমারীত্বের নব বর্ষণধারায়;
বিবর্ণ-বিবস্ত্র হাহাকারের বিসর্জন দাও।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ