পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

দীপংকর চন্দ ৬ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১২:৫৫:০৯পূর্বাহ্ন বিবিধ ৩৮ মন্তব্য

pirit

বিষের জ্বালায় অঙ্গ জ্বলে
মানুষ তারে পিরীত বলে
আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
জোয়ার-ভাটির সুর
বাউলা বাতাস, ফাগুন দিনের
আহলাদী রোদ্দুর
আমি বলি, না-রে! পিরীত যন্ত্রনা কেবল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষু ভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
সুখ কেবলই সুখ
চকোর যেমন শুক্লাতিথীর
চাঁন্দে দেয় চুমুক
আমি বলি, না-রে! পিরীত মানেই রসাতল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

মানুষ বলে, পিরীত হইলো
জ্যোৎস্নামাখা ঘুম
তারায় তারায় আদর সোহাগ
রাত হইলে নিঝুম
আমি বলি, না-রে! পিরীত কষ্টে টলোমল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

ছবি: সংগৃহীত

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ