একলা আমি অচিন পাখি একলা আমার গান

দীপংকর চন্দ ৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০১:২৬:১২পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

folk-love3

 

যায় যদি তোর মায়ার কাজল
মুইছা চোখের জলে
নিস লুকাইয়া সংগোপনে
নীল শাড়ির আঁচলে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর ছুঁইতে পারে
দূর আসমানের চাঁন
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

মেঘ যদি তোর মনের কোণে
সজল হইয়া ওঠে
যত্ন কইরা হাসির রেখা
রাখিস তবু ঠোঁটে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর হইতে পারে
সমানে সমান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

বৃষ্টি যদি তোর দরজায়
নাড়ায় কড়া জোরে
দিস না নজর তুই তাহাতে
থাকিস ঘুমের ঘোরে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর বান্ধতে পারে
পরানে পরান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

ছবি: সংগৃহীত

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ