যেখানে হয়নি লেখা প্রাপকের নাম

দীপংকর চন্দ ১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার, ১০:১৬:১০অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae

 

রঙ ছিলো নীল
খামের ভেতর ছিলো মেঘের মিছিল
সাথে পোড়া মন
এবং দুচোখে ছিলো ঘন বরষণ
এবং দীর্ঘশ্বাস ছিলো রাশি রাশি
তুমি তো জানতে সব দুঃখবিলাসী
এবং জানতে বেশ লেখার ধরণ
খোলা চিঠি শব্দের রক্তক্ষরণ
ব্যর্থতা এলো তারপর
জলে মুছে গেলো অক্ষর
অতএব চিঠি হলো বর্ণবিহীন
শেষ হলো দিন

নেমে এলো রাত
হয়তো হঠাৎ
তখন আঁধার চারদিক
অথবা এটাই ছিলো ঠিক
মৃত বিশ্বাস
মেঘে ঢাকা ক্লান্ত আকাশ
সেখানে জ্বলে না কোনো তারা মিটিমিটি
মরে যায় চিঠি
রোজ
যেহেতু রাখে না কেউ সে চিঠির খোঁজ

শূন্যতা নিয়ে শুয়ে থাকে নীল খাম
যেখানে হয়নি লেখা প্রাপকের নাম

 

ছবি: সংগৃহীত

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ