পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিন

সৌরভ হালদার ২৫ নভেম্বর ২০২৩, শনিবার, ০২:৪৯:২৪অপরাহ্ন বিবিধ মন্তব্য নাই

শিরোনাম:পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিন

বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা, গাছপালা কেটে ফেলা, অবৈধভাবে পাহাড়ে বসতি স্থাপন, ইত্যাদি কারণে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে প্রতি বছর পাহাড়ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে মানুষ।

পাহাড় কাটা বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। কারণ, পাহাড় কাটার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। এই চক্রের মধ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ইত্যাদি। তারা পাহাড় কাটার মাধ্যমে অর্থনৈতিক লাভবান হচ্ছে।

পাহাড় কাটা বন্ধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাও জরুরি। পাহাড় কাটার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পাহাড় কাটার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

পাহাড় কাটা বন্ধে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে:

পাহাড়ি এলাকায় সার্বক্ষণিক তদারকি ব্যবস্থা চালু করতে হবে।পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে।পাহাড় কাটার পেছনে থাকা চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।পাহাড় কাটার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।পাহাড় কাটা বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলেই পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

পাহাড় কাটার ফলে যেসব ক্ষতিকর পরিণতি হতে পারে সেগুলো হলো:পাহাড়ধস,বন্যা,জলাবদ্ধতা,পরিবেশ দূষণ,জীববৈচিত্র্য হ্রাস,ভূমিক্ষয়,অর্থনৈতিক ক্ষতি

পাহাড় কাটা বন্ধ না হলে এসব ক্ষতিকর পরিণতি আরও প্রকট হবে। তাই পাহাড় কাটা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

শিক্ষার্থী সৌরভ হালদার ব্যবস্থাপনা বিভাগ সরকারি ব্রজলাল কলেজ খুলনা

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ