শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

সৌরভ হালদার ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪৭:০১অপরাহ্ন বিবিধ মন্তব্য নাই

শিরোনাম:শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

শীত ঋতুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু তীব্র শীত মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতকাল একটি কঠিন সময়।

চলতি বছরের শীতও বেশ কড়া। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। এই শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তারা গরম কাপড়ের অভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন।

শীতের ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে তারা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়। এছাড়াও, শীতের ঠান্ডায় শিশুরা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এতে শিশুদের শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই সামর্থ্য অনুযায়ী শীতার্তদের সহায়তা করতে পারি। আমরা নিম্নলিখিতভাবে শীতার্তদের সাহায্য করতে পারি:শীতবস্ত্র বিতরণ করা,গরম খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা,চিকিৎসা সহায়তা প্রদান করা।সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শীতার্তদের সহায়তা করা হচ্ছে। কিন্তু এটি পর্যাপ্ত নয়। আমাদের সকলকে এগিয়ে এসে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।

আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে।

শিক্ষার্থী সৌরভ হালদার ব্যবস্থাপনা বিভাগ সরকারি ব্রজলাল কলেজ খুলনা

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ