পাঠকের রসিকতা

হালিমা আক্তার ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:০২:২০পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

কবি নই, নই লেখক কিংবা সাহিত্যিক
মনের খোরাক মিটাতে
কলমের ডগায় আসে কিছু কথা
লিখে যাই আবোল তাবোল কথকতা
এ নিয়ে পাঠকের না না রসিকতা ।
বিরহের কবিতা যদি হয় লেখা
পাছে লোকে বলে কত কথা ,
আহা জীবনে
খাইছে বহুত ছ্যাকা
প্রেম না করলে
আসে কি বিরহের কবিতা !
কেউ বলে আহ্ !
তোমার জীবনটা তো কষ্ঠে ভরা
এতো কষ্ট নিয়ে যায় কি চলা।
কেউ বা মিষ্টি সুরে
কাঁধে রেখে হাত , বলে --
বয়স তো শেষের দিকে
কি লাভ পিছনের কথা মনে রেখে
যাওনা পিছনের কথা ভুলে
কেন মনে রাখো ছাইপাশ আর ।
এসব কথা ভেবে লিখলাম
প্রেমের ফাটাফাটি কবিতা
"তোমার চোখে চোখ রেখে
বলবো কথা ওগো মনমিতা "
চল না দুজনে যাই হারিয়ে
ওই দুর নীলিমার প্রান্তে
দিগন্ত রেখা যেথা
ছুঁয়েছে আকাশ পানে,
সেথায় তুমি আমি দুজনায়
গড়বো ছোট্ট নীড় প্রেমের আঙিনায়।
হায় হায় একি লিখিলাম !!!
হইছে ভীষণ রকম সর্বনাশ
এ বয়সে এ কেমন রসিকতা
উপদেশ বুলিতে ইনবক্স ঠাসা ।
এ বয়সে এসব মানায় কি !
বয়স হয়েছে বাদ দাও
এবার প্রেম কাহিনী ।
কেউ আবার দু কলম এগিয়ে
নসিহতের বানী রেখে যায় ইনবক্সে।
কবিতা আমার দৌড়ে পালায়
মান ইজ্জত এর ভাবনায়,
এতো দামী ইজ্জত খানা
ডুববে কোথায়, সেই ভাবনায়
দিন কেটে যায়।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ