পরিত্যাগ

পারভীন সুলতানা ২২ জুন ২০১৫, সোমবার, ০৯:২৮:১৯অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

তোমাকে অতিক্রম করে চলে এসেছি অনেকদূর
চাঁদ সূর্য আর তারা ভরা আকাশ
ভোরের শিউলি, সদ্য শিশির কিংবা হিমেল বাতাস
আবগের সুখ নয় , নয় ছন্দ শুধুই কল্পনার।
প্রতিদিন সূর্য উঠে, বৃহত্তর জগত সংসারে
নিজেকে বিচ্ছুরিত করে তাবৎ কল্যাণে,
সামগ্রিক জীবন, জীবনে তাপ বিকিরণ প্রয়োজনে ।

পূর্ণিমার চাঁদ রুপালী বন্যায় ভাসায় বনবাদার
চাঁদ থাকুন না থাকুক , নিশাচর ত্রস্ত খাদ্য সন্ধানে
একের অধিক দায়িত্বে মশগুল সমগ্র সংসার ।
প্রতিরাতে ফুল ফোটে লাজনম্র পেলবতায়
বহুরঙ্গা প্রজাপতি উড়ে মন কাড়া দুরন্তপনায় ,
ফুলে ফুলে মৌমাছি শুষে নেয় মৌ, গড়ে মধু ভাণ্ডার
কাব্য বা গান নয়, পরিশ্রমে সঞ্চয় ক্ষুধার আহার ।

যা ছিল তেমনি আছে, শুধু উবে গেছে মিথ্যে উদবায়ু
ঘুম কেড়ে নেয়া রাত ভুলে গেছে পথ
তোমাকে অতিক্রম করে এসেছি অনেকদিন,
ব্যাবহারে পুরাতন পারফিউম সুগন্ধি যেমন
শুভ্র সাদা শার্টে ,পাংশুটে ঘামের দাগ আর গন্ধ তেমন ,
তেমন অনাদৃত সম্পর্কের হয়েছে যবনিকাপাত।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ