পদ্মেভাসা জলপুকুর

ছাইরাছ হেলাল ১১ সেপ্টেম্বর ২০১৬, রবিবার, ০২:১০:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

ঝাঁকের কৈ ঝাঁকেই যাব মিশে
ঝাঁক কই? কৈ বা কই? খুঁজছি দিবার শেষে,
খোঁচাদাড়ি সযত্ন ট্রিমে মিশে যাব ঝানু রোমিওদের ভিড়ে
কোথায় সেই রূপালী শহর ধানসিঁড়িটির তীরে?
আকাশের ঐ চূড়োয় নিখাদ বর্তমান
উঁকিঝুঁকি দেয়, ডাকে সারাক্ষণের দিনমান;

ভাবছি ঠিক কী হবে? মিস করা এই ক্ষণ উদ্ভাসন!
কল্পনার জল্পনা থাকে, থাকে জল্পনার কল্পন,
পদ্মেভাসা টইটম্বুর জলপুকুর কই?
হলদে পাখি! বউ কথা কও পাখির ডাক!
মাভৈ মাভৈ, ঝাঁক কই? কৈ বা কই?

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ