পথভ্রষ্ট পথিক

সুপর্ণা ফাল্গুনী ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৭:০০:০২পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

কুহকের ধ্রুম্রজালে পথিক - পথ হারিয়েছো;
রবির আলোকে যে-ই পথ কুড়িয়ে পেয়েছো-
পেরেছো কি তারে ঐকান্তিক আপন করে নিতে?
আজন্ম জোনাকির আলোয় পথ হেঁটেছো;
চাঁদনী পসরে তবুও আলোর উত্তাপ খুঁজে ফিরেছো।
নক্ষত্র রাশি খসে পড়ছে পালকের মত-
নগ্ন-অন্তরিক্ষের শরীর বেয়ে বেয়ে।
পথের রেখায় চরণ-চিত্র জেগে আছে অনাদিকাল;
তবুও পথিক পথভ্রষ্ট নিজ ভুলে।
পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজছো অবিরত।

 

ছবি-গুগল

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ