পঁচনের সুখ

হালিম নজরুল ২০ জুন ২০২০, শনিবার, ০১:৫১:২৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

উড়ে যাওয়া কাকের বিরতিহীন শোক সংবাদে
বুড়িমার চোখ আওড়ায় গলিত মৃতদেহ।
ভাগাড়ে শকুনের উলঙ্গ উচ্ছ্বাস,
মধ্য দুপুরে সূর্য হারাবার শোক,
গোলাপের বাগানে এমন  দুর্গন্ধ কিসের !

নাহ! কোন লাশ নেই, কোন জীবাশ্ব নেই,
কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট।

দখল জয়ে দেখো কেমন শোক বিলায় অবলীলায়।
হাটের পরে মাঠ, মাঠের পরে ঘাট,
অতপর ওরা পৌঁছে গেল যোনীপথে।
ওখানেও ওদের মৃত্যুর সুখ !
ওখানেও ওদের পঁচন আনন্দ !

মরে যাবি মানুষ ? মরে যা।
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।

***----------------------------------------***

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ