নিশ্চিন্তে জলক্লান্তবুকে

ছাইরাছ হেলাল ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার, ০৫:১৫:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

রাত হলেই
রাত্রির কাঁধে কাঁধ রাখি
কাঁধে মাথা রেখেই ঘুমাই,

মুখচোখহীন জমাট অন্ধকার রাত, ঝানু বিষণ্ণতায়,
অশেষ নিস্তব্ধতা বা দুধেল জ্যোৎস্নায়
হু হু নিঃশব্দ নির্জনতায়, নিঃস্বতায়,
রা নেই মুখে, উল্লাস-মৃত্যুর সন্ধিক্ষণে
মজে-হেজে যাওয়ায়, সত্য-মিথ্যের যমজজন্মে
অবশ্যই রাত হলেই রাত্রি আসে
উঁকিঝুঁকি দিয়ে আড়ালহাসি হাসে,

রাতে, রাত্রি শুধুই ভান করে শেখানোর
কিছুই শেখায় না,
ইতং-বিতং শেষে তিড়িং করে এক লাফে
বুড়ো সকালের নড়নড়ে কাঁধে
গ্যাঁট হয়ে বসে,
অসভ্য বিশ্রিমুখোরাত্রি টানাটানা চোখে
মিটমিটিয়ে হাসে,

অনন্ত তৃষার জলক্লান্ত বুকে
পাঁশুটে মুখে অন্তহীন ব্যথিত ব্যথায়
বিষণ্ণতা শুয়ে থাকে, নিশ্চিন্তে;

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ