নিরাভরণ মেঘ

ছাইরাছ হেলাল ১০ জুলাই ২০১৫, শুক্রবার, ০৭:৩৪:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

প্লাবনমেঘ,
এত এত কান্না না কাঁদলেও পারতে
লুকানো কান্না লুকিয়ে রেখেই
না হয় কাঁদতে।
মনঃকানে শুনতে পাই
নিরাভরণ নিরালম্ব এ কান্না,
কেন কাঁদ?

ক্লান্তির স্বপ্নডানা গুটাও এবার,
কান্নার বাসা ভেঙ্গে তাকাও
ঘুমহীন ভেজা চোখ খুলে তাকাও।

এ পদ্ম সরোবরের সবুজ সমারোহে
বউ কথা কও পাখী ডাকে,
বাঁধাছাঁদায় গোছগাছ করে এসো
পরাবো রংধনুর জোড়া মালা,
রানীর অসামান্যতায় নিশ্চিন্ততার
অজস্র সেবাশুশ্রূষায় এসো
অস্তসূর্য্যের শেষ আলোতে এসো;
পেছনে ফেলে নিদ্রাহীনতার বরফগুচ্ছ
ঘরকন্নায় এসো।

মেহজাবিন,
কানপড়া নিও না আর
বলোনা নৈব নৈবচ।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ