নিরাপদ থাকুন নিরাপদ রাখুন

মাহবুবুল আলম ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৬:৪৩:০৯অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

মাহবুবুল আলম ||

লকডাউনে বন্দী মানুষ, নিজের বন্দীশালায়
চারিদিকে অজানা ভয়, তাড়িয়ে শুধু বেড়ায়;
এই বোঝি এই দিলো হানা, করোনা ভাইরাস
কখন জানি কে হয়ে যায়, অচ্ছ্যুত এক লাশ।

নিজকে রাখুন সু-নিরাপদ, রাখুন নিজ ঘরে
তা না হলে এই করোনায়, কখন কে যে মরে;
এই মরাতো ছোঁয় না কোনো, আত্মীয়-স্বজন
পালিয়ে বেড়ায় প্রাণের ভয়ে, যে যার মতোন।

যারা ঘুরে বাজার করে, আনছে থলি ভরে
একই সাথে করোনাকেও আনছে সাথে করে;
বাসায় ঢুকে করোনা ভাইরাস, শুরু করে কাম
সবার দেহে ছড়িয়ে দেয়, করোনারই জার্ম।

নিজে বাঁচুন দেশকে বাঁচান, বাঁচান পরিজন
এতেই সবায় শান্তি পাবেন, শান্ত হবে মন;
লকডাউনের নিয়ম-কানুন, মানবে না যে ভাই
সেই জনের অকালমরণ, কেউ যে রুখার নাই।

এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া
ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া।

[ ছবি : জনতা প্রকাশের ওয়াল থেকে ]

২৪ এপ্রিল ২০২০

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ