এলিজি: বুকে এক পাথর চাপা

মাহবুবুল আলম ১৬ আগস্ট ২০২০, রবিবার, ১০:৫৮:০৮পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

মাহবুবুল আলম ||

 

তুমি নেই আজ আছে শুধু স্মৃতি

স্মৃতিরই মোহনায়,

তোমার শোকে  কত যে কাতর

লিখে যাই কবিতায়;

তবু তুমি ছাড়া নেই কোন সুখ

মনে বড় হাহাকার,

তোমারই শোকে শ্রাবণ আকাশ

কেঁদে যায় বারবার।

 

শিশুদের মুখে নেই কোনো হাসি

বেদনার অশ্রু ঝরে,

পাখিরাও আজ গায় না যে গান

অশ্রু ঝরায় নির্ঝরে;

নদীতে আজ নেই কোনো স্রোত

সেও নীরব নিথর,

তোমার শোকে সেও শোকাতুর

কষ্ট মনের ভেতর।

 

কত যে বেদনা মনে আছে জমা

এই দুখ কারে বলি,

শোকের কাফন শরীর ও মনে

একা একা পথ চলি;

বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন

হৃদয়ে ধারণ করি,

যতদিন বাঁচি ততদিন যেন

সে আদর্শ থাকি ধরি।

 

তোমার খুনিদের করবো না মাপ

যতদিন আছে প্রাণ,

তোমার মহিমা অমর কীর্তির

গেয়ে যাবো গুণগান;

বুকের পাঁজরের গোপন গহীনে

রেখে যাবো শোক জমা,

পনের আগস্টের সিমার খুনিদের

করবো না কখনো ক্ষমা।

 

তুমি আছো মিশে আমাদের রক্তে

আছো মিশে প্রাণে প্রাণে,

তোমার গৌরব মহিমার কথা যে

বলে যাই কবিতা ও গানে;

বিশ্ব দরবারে তুমি যে আমাদের

বাড়িয়েছো সন্মান,

জাতীয় পতাকার লাল-সবুজে

মিশে আছো কীর্তিমান।

 

১৫ আগস্ট ২০২০

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ