একগুচ্ছ রুবাইয়াৎ 

মাহবুবুল আলম ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১১:৩৩:৩৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

মাহবুবুল আলম //

রুবাইয়াৎ || ১

পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ

খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ

ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর

এক পলকে সুখের জীবন হবে যে আন্দার।

রুবাইয়াৎ || ২

এই দুনিয়ার সরাইখানায়, দুদিনের মেহমান

ওপার থেকে এলে ডাক, সেখানে চলে যান

দুই দিনের এই খেলা ঘরে, দেখান বাহাদুরি

দমখানা আটকে গেলে, শেষ যে জারিজুরি।

রুবাইয়াৎ || ৩

যে তোমাকে করলো সৃজন, নেওনা তাঁর নাম

টাকা পয়সার পাহাড় গড়ে, কুড়াও যে সন্মান

দুচোখ যখন বন্ধ হবে, যাবে না কিছু  সাথে

ধন দৌলত থাকবে পড়ে, যাবে শূন্য হাতে।

রুবাইয়াৎ || ৪

এখনো হাতে সময় আছে, সালাত আদায় কর

লোভ লালসা বাদ দিয়ে, আল্লাহর পথটি ধর

আখেরাতের শুরু তোমার, অনন্ত জীবন

দুনিয়াদারীর জন্য তোমার, কান্দে কেন মন।

রুবাইয়াৎ || ৫

সাত আসমান সাত জমিনের, মালিক প্রভু যিনি

সব জীবেরই জীবনদাতা, আল্লাহমালিক তিনি

তিনিই সবার রিজিকদাতা, খোদা মেহেরবান

তাঁর হুকুমেই আজরাইল, কবজ করেন জান।

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ