নিমগ্ন নির্জনতা

ছাইরাছ হেলাল ২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ১১:০০:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

সর্বান্তকরণ একটু নীরব নির্জনতা চায়,
শিথানে কবরস্থান রেখে, ধীর শান্ততায়,
অনায়াস রুদ্ধতার অনাথ ভঙ্গি এড়িয়ে;

অশ্রুহীন স্বজনেরা ছুঁড়ে ছুঁড়ে দেবে
মুঠো মুঠো ঝর্ণা-ফুল, বাষ্প-রুদ্ধ হয়ে
প্রার্থনা প্রার্থনায়, গ্লিসারিন-কান্না ও সাথে নেবে;

আজকাল আকছার কত শত জন ই তো নিঃশব্দ হচ্ছে,
নির্জন মাটির কুঠুরিতে, অনাথ শিশু থেকে পেল্লায় বিজ্ঞানী
থেকে বৈমানিক, কবিরা এখন গোনার বাইরে
অসম্ভব যখন কাক শুমারি;

করণীয়ের দুস্তর যাত্রা পথ দিশা হারিয়েছে
অফুরান কথক যখন হারিয়েছে কথকতা
নিশীথ উজ্জ্বাপনের উচ্চ ডামাডোলে,
নির্জন মগ্নতা ডাকছে ঐ দূরে দাঁড়িয়ে
সদ্যজাতের মত।

ছবি, নেট থেকে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ