না রে বন্ধু! হলো না আর

অরণ্য ১ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ০১:২৩:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৭ মন্তব্য

না রে বন্ধু!
হলো না আর আমাকে দিয়ে!
অনেক ভেবে অনেক বিবেচনায়
পরাজয় মানলাম অবশেষে।

ভেবেছিলি তুই পেরে যাব এবার,
পারতেই হবে এবারে আমার।
কিন্তু না রে! পারিনি আমি
কিছুই হলো না ছিল যা হবার।

যখন কিছু দেখি নাকো চোখে
গিয়েছি শেষে চেয়ারম্যানের বাড়ি।
ভেবেছিলাম উনি বুঝবেন
একটু সহায়তা নিব তার কাড়ি।

তা কি আর হয় রে বন্ধু?
হয়নি কিছু মোটে,
সময় আমার বড় খারাপ রে বন্ধু!
সবার কি সব জোটে?

মেনেই নিলাম বন্ধু এবার
মেয়েকে পড়াব না আর।
অন্ন নিয়ে যার এত ভাবনা
পড়াশোনা তার কি বা দরকার!

বিয়েটাই এবার দেব ওকে
বয়সও হয়েছে ওর।
প্রস্তাব চেয়ারম্যানের মেনেই নিলাম
"রাজি" আজ বন্ধু তোর।

মেয়েটা আমার লক্ষ্মী বড়ই
কিছুই বলেনি মুখে
পাষাণের মত স্বপ্ন পুড়িয়ে
ভাবে, বাবা যেন থাকে সুখে !

সুখ কি এতই সোজা রে বন্ধু
চাইলেই হয়ে যাবে!
গাছটা আমার বাঁচাতেই এসব
এখন ও পানি পাবে।

 

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ