নামহীন (এক)

নীলাঞ্জনা নীলা ২ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪৪:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১২ মন্তব্য

অন্ধকার হাইওয়েতে বেড়াল চোখ জ্বলে ওঠে আকস্মিক!
যেনো মৃত্যুর কালোছায়া অকস্মাৎ এসে রূহের সাথে মোলাকাত করতে চায়।
পথ পিষে পিষে চলে যন্ত্র দানব,
মানব-ইঞ্জিনের দমে টান লাগে;
নিঃশ্বাসে থাকা জলীয়বাষ্প মিশে যায় মেঘের সাথে---
বৃষ্টি নামে,
রক্ত ধুয়ে যায়,
থেকে যায় দাগ বুকের ভেতর।

হ্যামিল্টন, কানাডা
২ আগষ্ট, ২০১৮ ইং।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ