নদী-জলের মত বর্ণমালা

ছাইরাছ হেলাল ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ১০:১৯:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

এই যে এলো-এলো ভালোলাগা-শীত দাপিয়ে বেড়াবে বলে
পাঁয়তারা করছে, নিজ গুণে নিজ নিজ নিষম-ভালোবাসায়
ঠিক এক বছর আগের এমন দিন বিস্মৃত আজ কালের আধারে,
নিভে যাওয়া বাতিদের মত,

সোনেলা হৃদয়াবদ্ধ আলোয়/আলয়ে
সোনেলার প্রাণ-চত্বরে মোমের বাতি হাতে
কেউ একজন নির্ঘুম জেগে আছে, সত্যের দাগ হয়ে;

হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,
পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।

আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত
বর্ণমালার বিচরণ উছলে-উপচে-পড়া কূল উপকূলে।

সুবর্ণা ফাল্গুনী (খালি বানাম ভুল অয়);
সোনেলা ব্লগে তাঁর শত বছরের পূর্তিতে।

ছবি নেটের।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ