নদী ও নারী

আরজু মুক্তা ৬ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১১:০৭:৩৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

নদী,তুমি কখনো উদ্বেল জলে
কখনোবা বালিয়াড়ি ভরে
কখনো তোমার জল নিয়ে যায় গাঁয়ের বধু!

কখনো শোকাহত প্রেমিকার
মতো হৃদয়ে জাগে তোমার হাহাকার!!

নদী তো নারীর মতো
সোহাগের ফেনা ছড়ায়
তার স্তব্ধতা অবাধ অতল রহস্যাবৃত!!

জলগুলো ঢেউ দিয়ে আঁকে
না বলা কথার ছবি!
তোমার প্রেমের মতো অনির্বচনীয়!!

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ