ধারাপাতের বিপরীতে

রকিব লিখন ১৬ মে ২০১৪, শুক্রবার, ১০:১৭:৫৪অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য


আর কী চাও? কী দেবার আছে আমার?
শোষক লতার মতো শোষণ করেছো হৃদয় পাহাড়
বঞ্চিত নদীর মতো আমায় করেছো রুক্ষ মরুচর
আঘাতের মূহ্যমানতায় আমি হয়েছি বৈশাখী ঝড়
দুঃখের পিরামিড রচনা করেছি বক্ষ পিঞ্জর করে শোধন
নির্বাক চোখ কথা বলে না হারিয়েছি কাব্য রোদন
আকাশের বিশালতার কাছে আমার দুঃখ মানবে না হার
যে বিরান ভূমি রচনা করেছো থামবে না তার হাহাকার
কোষের মাঝে তুমি দিলে রুধির আগুন লাগা ফাগুন
ধারাপাতের বিপরীতে আজ তা অঙ্গার;হয়েছে দ্বিগুণ
০১ ফেব্রুয়ারি-২০১৪
চালাবন,উত্তরা,ঢাকা।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ