একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
বাকরূদ্ধ মন
অনাবাদি ভূমি
কর্ষিত বুকে এক ফোঁটা জল
যেন অনল

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজজি শব্দ ভান্ডার
দুরন্ত স্মৃতি
অনাবাসনে ভাসে
শব্দের গোলাঘরে তালা
বুকের জমিন উষর

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
নীলগিরি থেকে হিমাচল
বিদীর্ণ মাটির বুকে
রক্তের পিরামিড
চোখে আসে

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
শ্বাশত জীবন
বন্দিবাসে
নিরাশার পথ
আলো বিমুখ

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
হৃদপিন্ডে অনল সূর্য
আগ্নেয়গিরির মতো
অপেক্ষায়
উদগীরনের...........

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ